লেখক : আব্দুল আলীম বিন কাওছার মাদানী
প্রকাশনী : মাকতাবাতুস সালাফ
বিষয় : ইসলামি গবেষণা, প্রবন্ধ ও সমালোচনা
কোথাও ‘জামা’আতুল মুসলিম বা “মুসলিম জামাআত’-এর সাথে থাকতে বলা হয়েছে, আবার কোথাও ‘মুসলিম জামাআত’ ত্যাগ করার ইহকালীন কুফল ও পরকালীন আযাবের কথা বিবৃত হয়েছে। কিন্তু ‘জামা’আত’, জামা’আতুল মুসলিমীন’ বা ‘মুসলিম জামা’আত’ বলতে কোন পথ, কোন মত, কোন দল, মাযহাব বা সংগঠনের কথা বলা হয়েছে তা অধিকাংশ মানুষের কাছে রয়ে গেছে অজানা; বরং ধরাছোঁয়ার বাইরে। অনুরূপভাবে হাদীছে ‘ইমারত ও ‘আমীর’ বলতে কোন ইমারত ও কোন আমীরকে বুঝানো হয়েছে, তাও রয়ে গেছে অস্পষ্ট। কারণ আরবী ভাষায় বিষয়ে নানা প্রামাণ্য লেখনী, বক্তব্য থাকলেও বাংলা ভাষায় বিষয়টি নিতান্তই অবহেলিত, উপেক্ষিত। সবাই জামা\’আতবদ্ধ জীবনযাপনের বুলি আওড়ান, কিন্তু ‘জামাআত’ দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে, তার স্পষ্ট ও প্রামাণ্য ব্যাখ্যা কেউ দেন না। বরং প্রত্যেকে নিজের মত করে ‘জামা’আত”-এর ব্যাখ্যা করেন। এ ব্যাপারে যে একটা প্রামাণ্য ও নিরপেক্ষ গবেষণা যরূরী, তা যেন কেউ মনেই করেন না। যে যে গণ্ডি ও বলয়ে রয়েছে।