তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আমরা দেখেছি তাঁর মাহফিলগুলোতে। এদেশের মানুষ যে ধরণের মাহফিল শুনতে আগ্রহী ও অভ্যস্ত স্যার রাহ. সেধারায় কথা বলতেন না, তাঁর মাহফিল কোনো বিনোদন মঞ্চ ছিল না, ছিল নিরেট ইলমি মজমা, তবুও হাজার হাজার মানুষ রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা পূর্ণমনোযোগ সহকারে তাঁর কুরআন—হাদীস নির্ভর ভণিতামুক্ত আলোচনা শুনত এবং যখন শেষ হত তারা অনুভব করত- শেষ হয়েও হল না শেষ।