উম্মাহর দরদি অভিভাবক মুহিউস সুন্নাহ ড. খোন্দকার আব্দুল্লাহ রাহ.-এর ইন্তিকালের পাঁচ বছর পর তাঁর জীবনীর এই গ্রন্থটি রচনা করেছেন আস সুন্নাহ ট্রাস্টের সেক্রেটারি জনাব আব্দুর রহমান। তিনি ড. আব্দুল্লাহ রাহ.-এর দীর্ঘদিনের সান্নিধ্যধন্য একজন নিকটজন হিসেবে তাঁর স্মৃতিগুলো সংরক্ষণের অনুরোধে বারবার নিজের লেখনশক্তির দুর্বলতার কথা বললেও, তাঁর বর্ণনাগুলো ছিল তথ্যের বিশুদ্ধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.-এর চিন্তা ও কর্মপদ্ধতি উম্মাহর চলার পথে একটি আলোকিত দিকনির্দেশনা হয়ে থাকবে। বর্তমান যুগের বিভক্ত ধর্মীয় সমাজে, তিনি ছিলেন সেই বিরল আলিম, যিনি কোনো ঘরানার মধ্যে সীমাবদ্ধ না থেকে, কেবল বিশুদ্ধ সুন্নাহ ও সমগ্র উম্মাহর পক্ষে কথা বলেও অসীম জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার চিন্তা এবং কর্মপদ্ধতি মুসলিম উম্মাহর ঐক্য ও অস্তিত্ব রক্ষার জন্য আজ আরও বেশি প্রাসঙ্গিক।
আব্দুর রহমান হাফিযাহুল্লাহ স্যার রাহ.-এর জীবন চর্চার জানালা খুলে দিয়ে উম্মাহর কাছে তাঁর দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার একটি অসামান্য অবদান রেখেছেন। এ গ্রন্থের মাধ্যমে ড. আব্দুল্লাহ রাহ.-এর জীবন চর্চার আরও ব্যাপকতা ছড়াবে এবং এটি উম্মাহর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই প্রচেষ্টাকে কবুল করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সবার জন্য এটিকে নাজাতের ওসিলা হিসেবে পরিণত করেন।