লেখক : আল-ইতিছাম গবেষণা পর্যদ
প্রকাশনী : মাকতাবাতুস সালাফ
বিষয় : হাদিস বিষয়ক আলোচনা
সিলসিলা ছহীহা বইয়ে তিনি প্রত্যেকটি হাদীছের বিভিন্ন সনদ উল্লেখপূর্বক তার বিশুদ্ধতা ও দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন এবং মুহাদ্দিছীনে কেরামের মানহাজের আলোকে হাদীছের বর্ণনাকারীদের সম্পর্কে মন্তব্য করেছেন। এর মাধ্যমে তাহকীকের ক্ষেত্রে তার সূক্ষ্মদর্শিতার প্রমাণ পাওয়া যায়। সেইসাথে বিভিন্ন স্থানে তিনি হাদীছ থেকে নিঃসৃত মণি-মুক্তাতুল্য মাসআলা ও ফায়েদার কথা উল্লেখ করেছেন। যা তার ফিকহী দক্ষতার জাজ্বল্য প্রমাণ।
আমরা বাংলা ভাষা-ভাষী মানুষের নিকট হাদীছে নববীর সেই মণি-মুক্তা উন্মুক্ত করতে চেয়েছি। রাসুল (ছঃ) এর বিশুদ্ধ হাদীছের এই ভাণ্ডার অবশ্যই প্রতিটি তৃষ্ণার্ত মুমিন হৃদয়ের ইলমী পিপাসা মিটাবে। হাদীছের প্রতি ভালোবাসা থেকে শুরু হবে সুন্নাতের অনুসরণ। পথহারা মানুষ খুঁজে পাবে ছিরাতে মুস্তাকীমের দিশা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে এগিয়ে যাবে জামাতের স্থায়ী ঠিকানার দিকে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য-উদ্দেশ্য ও পরম চাওয়া।