হজ্জের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা খুব একটা দেখা যায় না, যদিও এটি হজ্জের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাজারে প্রচুর হজ্জের বই থাকলেও, এর আধ্যাত্মিক শিক্ষা এবং উদ্দেশ্য নিয়ে কাজ করা বইগুলো বিরল। মাত্র ২৪ টাকা মূল্যের এই বইটি ঠিক সেই শূন্যস্থান পূরণ করেছে। বইটি পড়লে আপনি হজ্জের আধ্যাত্মিক শিক্ষা, কেন হজ্জ করা উচিত এবং এর উপকারিতাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
বইটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে হজ্জের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং হজ্জের প্রস্তুতি—যেমন প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। হজ্জ করলে আল্লাহ কী পুরস্কার দেবেন, তাও পাঠক জানতে পারবেন। দ্বিতীয় ভাগে আত্মনিয়ন্ত্রণ ও তাওয়াক্কুলের গুরুত্বকে প্রাধান্য দেয়া হয়েছে। লেখক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) বইটিতে অহংকারমুক্ত থাকা, অন্যের ভুল ক্ষমা করা, কষ্ট না দেওয়া, বেশি কথা না বলা এবং বিভিন্ন স্থানে দুআ করার উপদেশ দিয়েছেন।
যারা ভবিষ্যতে হজ্জে যেতে চান, তাদের জন্য বইটি একটি অবশ্যপাঠ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।